Beta

কোনো নিরীহ মানুষ বন্দুকযুদ্ধে মারা গেছে, কাদেরের প্রশ্ন

২৭ মে ২০১৮, ১৭:৪৯ | আপডেট: ২৭ মে ২০১৮, ১৮:০০

ফেনী সার্কিট হাউজে আয়োজিত সভায় আজ রোববার কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কোনো নিরীহ মানুষ বন্দুকযুদ্ধে মারা গেছে? প্রমাণ দিন। যদি নিরীহ মানুষ হয়রানির শিকার হয়, যারা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিষয় আছে। এ পর্যন্ত কেউ সেটাই বলতে পারেননি।’

আজ রোববার ফেনীর সার্কিট হাউসে আয়োজিত সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে সেতুমন্ত্রী ফতেপুরে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের কাজ পরিদর্শন করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মাদকের সঙ্গে আর্মস (অস্ত্র) আছে। ড্রাগের সিন্ডিকেট আর্মসও ফলো করে। ক্ষয়ক্ষতি হবে এ আশঙ্কায় এত বড় ব্যবসা যার সে তা রক্ষা করার জন্য অস্ত্র নিয়ে যদি মোকাবিলা করে তখন কি র‍্যাব পুলিশ জুঁই ফুলের গান গাইবে? এটা আমাদের বুঝতে হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেপুর রেলওয়ে ওভারপাসের একটি লেন আগামী ৫ জুন এবং আরেকটি লেন ১৫ জুন খুলে দেওয়া হবে। তখন আর মহাসড়কে যানজট থাকবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘টোল আদায়ের সিস্টেম ত্রুটিপূর্ণ।’ মন্ত্রী যানবাহন চালকদের উদ্দেশে বলেন, ‘নির্ধারিত টোলের টাকা ভাঙতি রাখতে হবে যাতে টোলের সামনে সময় নষ্ট না হয়।’

সভায় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও জাহান আরা বেগম সুরমা উপস্থিত ছিলেন। এ ছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়খালী, ফেনী, লক্ষ্মীপুর ও কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার (এসপি) ও পরিবহন মালিক শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement