Beta

রাজধানীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

০৪ মে ২০১৮, ২২:২১

নিজস্ব সংবাদদাতা

রাজধানীতে পুকুরে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ধলপুর এলাকায় ওই ঘটনা ঘটে।

মারা যাওয়া স্কুলছাত্রের নাম জনি। জনি সিটি করপোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র ছিল।

সন্ধ্যা ৬টার দিকে অচেতন অবস্থায় জনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসকরা জনিকে মৃত ঘোষণা করেন।

জনির বাবার নাম মোসলেম মিয়া। দুই ভাই ও এক বোনের মধ্যে জনি ছিল ছোট। ধলপুর দক্ষিণ সিটি করপোরেশন স্টাফ কোয়ার্টারে জনিদের বাসা।

জনির বড় ভাই রনি জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে ১০ নম্বর স্টাফ কোয়ার্টারের পুকুরে গোসল করতে যায় জনি। সাঁতারও জানা ছিল তার। অন্য এক বন্ধুর সঙ্গে সাঁতরে জনি পুকুরটির ওপাড়ে যায়। সেখান থেকে আবার এপারে ফেরার সময় ডুবে যায় সে। পরে অন্যরা মিলে জনিকে উদ্ধার করে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।

Advertisement