Beta

এবার পায়ের পাতার ওপর দিয়ে গেল বাস

০৪ মে ২০১৮, ২১:৩২

নিজস্ব সংবাদদাতা
মালিবাগ মোড়ে নিলুফার ডান পা বাসের চাকায় পিষ্ট হয়। ছবি : এনটিভি

রাজধানীর মালিবাগ মোড়ে এক নারীর পায়ের পাতার ওপর দিয়ে গেছে বাসের চাকা। একটি বাস থেকে নামতে গিয়ে পড়ে যান তিনি। ওই বাসেরই পেছনের চাকা তাঁর ডান পায়ের পাতার ওপর দিয়ে চলে যায়।

আজ শুক্রবার এ ঘটনা ঘটে। আহত নারীর নাম নিলুফা আক্তার (৪০)। তিনি বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।

নিলুফাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী  আল মাইন জানান, মগবাজারগামী ৬ নম্বর পরিবহনের একটি বাস থেকে নামতে গিয়ে পড়ে যান নিলুফা। সঙ্গে সঙ্গে ওই বাসেরই পেছনের চাকায় তাঁর ডান পায়ের পাতা চাপা পড়ে।

সঙ্গে সঙ্গে নিলুফাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, আহত নিলুফার পায়ের পাতা পিষ্ট হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, সন্ধ্যার পরে নিলুফার স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢামেক থেকে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়।

Advertisement