Beta

গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

২২ এপ্রিল ২০১৮, ০৮:৩৫ | আপডেট: ২২ এপ্রিল ২০১৮, ১১:০৪

মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া ট্রাক ও বাস। ছবি : এনটিভি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় এ ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান জানান, নিহতদের মধ্যে ট্রাক-বাসের দুই চালক ও শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৪ জন।

পুলিশ জানায়, ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় ঢাকা থেকে রংপুরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চারজন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement