Beta

চিরনিদ্রায় মির্জা ফখরুলের মা

১৩ এপ্রিল ২০১৮, ১৯:৩৭

লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও
আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ফাতেমা আমিনের জানাজা। ছবি : এনটিভি

সাবেক কৃষিমন্ত্রী মির্জা রুহুল আমিনের স্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমিনকে (৮৬) দাফন করা হয়েছে।

এর আগে আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে মরহুমার জানাজা পড়ানো হয়। কেন্দ্রীয় বড় মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান জানাজা পড়ান।

জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহাবুবুর রহমান, দলের ভাইস চেয়ারম্যান ও ড্যাব নেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, মরহুমার ছেলে ও ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমিনসহ স্থানীয় বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে ফাতিমা আমিন ইন্তেকাল করেন। এ সময় মির্জা ফখরুলসহ তিন ভাই ও চার বোন এবং তাঁদের পরিবারের সদস্যরা তাঁর শয্যাপাশে ছিলেন।

Advertisement