Beta

‘সমঝোতা নয় আদালতের নির্দেশে খালেদা জিয়ার জামিন’

১৩ মার্চ ২০১৮, ১৮:৪৫

নিজস্ব প্রতিবেদক
মিরপুরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বস্তি পরিদর্শন করার সময় কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

কোনো ধরনের সমঝোতা নয় আদালতের নির্দেশেই বিএনপি চেয়ারপার্সনের জামিন হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বস্তি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

রাজধানীর মিরপুরের ১২ নম্বর ইলিয়াস আলী মোল্লা বস্তিতে গত রোববার মধ্যরাতে আগুন লাগে। এ ঘটনায় পুড়ে গেছে ৭০ বিঘা জমির ওপর গড়ে ওঠা বস্তির প্রায় আট হাজার ঘর। গৃহহীন হয়েছে প্রায় ২৫ হাজার মানুষ। মঙ্গলবার সকালে বস্তি পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের গরিব-অসহায় এসব মানুষের খোঁজ-খবর নেন। স্থানীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের এসব মানুষদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন সেতুমন্ত্রী।

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘তাঁর সাজা বা জামিন-কোনোটাতেই সরকারের হাত নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘আদালত বেগম জিয়াকে চার মাসের জামিন দিয়েছেন। এখানে সরকারের কোনো প্রভাব বা হস্তক্ষেপ নেই।’ তিনি জানান, অনুমতি নিয়েই বিএনপির নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। তিনি বলেন, ‘সে অনুমতি না দিলে তারা তো আবার নতুন নতুন নালিশের সূত্রপাত ঘটাত।’

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাক্ষাতের সুযোগ দেয়। এটা তো সরকারের উদারতা। এটুকু কার্টেসি সরকার করে।’

বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তলে তলে অনেক আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং তারা এখনো নির্বাচনের প্রস্তুতি নিয়েই এগোচ্ছে।’ তিনি আরো বলেন, ‘তারা (বিএনপি) তাদের নির্বাচনী কর্মকাণ্ড ঠিকঠাক চালিয়ে যাচ্ছে। এতে কোনো অসুবিধা হচ্ছে না।’

গৃহহীন বস্তিবাসীকে স্থায়ী পুনর্বাসনের জন্য রাজধানীর বাউনিয়ায় আবাসিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান সেতুমন্ত্রী।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement