Beta

রাজপুণ্যাহ দেখতে গিয়ে কিশোর ‘নিখোঁজ’

২৬ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৮

বান্দরবানে রাজপুণ্যাহ মেলা দেখতে গিয়ে বাসায় ফেরেনি হৃদয়। ছবি : সংগৃহীত

বান্দরবানে রাজপুণ্যাহ মেলা থেকে ‘নিখোঁজ’ হয়েছে ১২ বছর বয়সী কিশোর মোহাম্মদ হৃদয়। হৃদয়ের মা নাছিমা বেগম আজ মঙ্গলবার বান্দরবান সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাঁর দাবি, গত শুক্রবার মেলা দেখতে গিয়ে আর বাড়ি ফেরেনি হৃদয়।

হৃদয় বান্দরবানের বালাঘাটার বাসিন্দা। তাঁর বাবার নাম ফজর আলী, পেশায় কাঠমিস্ত্রি।

মা নাছিমা বেগম বলেন, ‘মোহাম্মদ হৃদয় গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় রাজার মাঠে রাজপুণ্যাহ মেলা দেখতে গিয়েছিল। কিন্তু আর পাওয়া যাচ্ছে না। তার মোবাইলটিও বন্ধ রয়েছে। তবে হৃদয় গতকাল সোমবার দুপুরে হঠাৎ ফোন করে জানায় সে কক্সবাজারের টেকনাফে আছে। তাকে একজন নারী সেদিন রাতে রাজপুণ্যাহ মেলা থেকে অজ্ঞান করে টেকনাফে নিয়ে যায়। এর পর থেকে ওই নম্বরটি বন্ধ আছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ‘নাছিমা বেগম নামে এক নারী তাঁর ছেলে হৃদয়ের নামে একটি নিখোঁজ ডায়েরি করেছেন। আমরা ছেলেটিকে খুঁজে বের করার চেষ্টা করছি। ছেলেটিকে অপহরণ করা হয়েছে কি না, বিষয়টি এখনো নিশ্চিত নই।’

Advertisement