খুলনায় টানা বর্ষণ, প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি

টানা বর্ষণে খুলনা মহানগরের ১ নম্বর ওয়ার্ড এলাকার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অপরদিকে প্রবল বৃষ্টিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান চলাচলের পথ অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের মধ্যে বিপজ্জনক স্থান লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে।
নগরের ১ নম্বর ওয়ার্ড এলাকার মহেশ্বরপাশা বণিকপাড়া, যোগীপোল ইউনিয়নের তেলিগাতি, খানাবাড়ীসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা প্রায় স্থায়ী রূপ নিয়েছে। বৃষ্টির পানিনিষ্কাশনের জন্য নর্দমা না থাকায় এবং অনেক স্থানে জলাশয় ভরাট করে ফেলায় এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান। জলাবদ্ধতার কারণে এসব এলাকার স্কুলগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে।
এসব এলাকার নিম্নআয়ের মানুষ আরো বেশি দুর্ভোগে পড়েছেন। বেশির ভাগ কাঁচা ঘর-বাড়িগুলো কোমর পানিতে ডুবে গেছে। অনেকে বাসাবাড়ি ছেড়ে উঁচু এলাকার স্কুলে গিয়ে অবস্থান নিয়েছে।
১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহদাত মিনার বলেন, ‘জলাবদ্ধতার কারণে এ ওয়ার্ডের প্রায় ৫০ হাজার মানুষ এখন চরম দুর্দশায়। নিম্ন আয়ের মানুষসহ সর্বস্তরের মানুষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলাচলের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতে আছে এসব এলাকার মানুষ।’