Beta

‘বাজি ধরে নদীতে ঝাঁপ’, তিনদিন পর লাশ উদ্ধার

১৫ আগস্ট ২০১৭, ২৩:২৯

মো. মোস্তফা আবিদ, নীলফামারী

কিশোরগঞ্জে নিখোঁজের তিনদিন পর স্কুলছাত্র সুজনের (১৪) লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে চাড়ালকাটা নদীর কালুরঘাট সেতুর কাছে লাশ পাওয়া যায়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সুজন কিশোরগঞ্জ শিশুনিকেতন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। তার দুই বন্ধুর সঙ্গে বাজি ধরে গত রোববার সকালে নিতাই বেলতলী সেতু থেকে চাড়ালকাটা নদীতে ঝাঁপ দেয় সে ও তার বন্ধুরা। তীব্র স্রোতে দুই বন্ধু তীরে উঠলেও সুজন নিখোঁজ হয়। তাৎক্ষণিকভাবে  কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, স্থানীয় লোকজন নদীতে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তিনদিন পর আজ সকাল ৯টায় চাড়ালকাটা নদীর কালুরঘাট সেতু কাছে সুজনের লাশ উদ্ধার করে।

Advertisement