সাবেক সংসদ সদস্য পাপিয়া কারাগারে

বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াকে আজ মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়। ছবি : নিউজ রুম ফটো
তিন থানায় মোট নয়টি মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বিকেল ৩টায় নয়টি মামলায় ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন পাপিয়া। ২০১৪ ও ২০১৫ সালে রাজধানীর তিন থানায় নাশকতার অভিযোগে মোট নয়টি মামলা করা হয় পাপিয়ার বিরুদ্ধে। এর মধ্যে মিরপুর থানায় পাঁচটি, পল্টন থানায় তিনটি এবং লালবাগ থানায় একটি মামলা করা হয়।
আদালত উভয়পক্ষের শুনানি শেষে পাপিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।