Beta

ভোলায় হঠাৎ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, শিশু নিহত

০৬ মার্চ ২০১৭, ২৩:২১ | আপডেট: ০৭ মার্চ ২০১৭, ০০:৪৬

ভোলার সদর উপজেলার ইলিশা ও ধনিয়া ইউনিয়নে গতকাল রোববার বিকেলে হঠাৎ ঝড়ে এলাকার অধিকাংশ বাড়িঘর ভেঙেচুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি : এনটিভি

ভোলা সদর উপজেলার ইলিশা ও ধনিয়া ইউনিয়নে গতকাল রোববার হঠাৎ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় এক শিশু নিহতসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত অন্তত শতাধিক পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। 

এদিকে, ঝড়ের পর থেকে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের কোনো খোঁজ খবর নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। 

জানা যায়, গতকাল হঠাৎ করেই ইলিশা ও ধনিয়া ইউনিয়নের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। ২০ মিনিটের ঝড়ে ওই এলাকার বাড়ি-ঘরগুলোর বেশির ভাগই দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মাছ ধরতে যাওয়া রাজীব নামের এক শিশু একটি ব্রিক ফিল্ডে আশ্রয় নিতে গেলে টিনে কাটা পড়ে মারা যায়। ঝড়ে ঘরবাড়ি ভেঙে পড়ায় এলাকার শতাধিক পরিবার এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। এ ঘটনায় ধনিয়া ইউনিয়নে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।  

Advertisement