জয়পুরহাটে গান পাউডারসহ জেএমবি সদস্য আটক

জয়পুরহাটে শান্তিনগর এলাকা থেকে গতকাল রোববার রাতে গান পাউডার ও দেশি অস্ত্রসহ রেজওয়ানুল বারী নামের একজনকে আটক করার দাবি করেছে র্যাব। তাদের দাবি, রেজওয়ানুল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তালিকাভুক্ত সক্রিয় সদস্য।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আবদুর রহিম জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে আকস্মিক অভিযান চালিয়ে জয়পুরহাট পৌর এলাকার শান্তিনগর পশ্চিম জয়পুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে জেএমবির সক্রিয় সদস্য রেজওয়ানুল বারীকে আটক করা হয়। ওই সময় তাঁর কাছ থেকে ১৮ গ্রাম গান পাউডার, একটি ধারালো চাকু ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, ২০০৫ সালে দেশব্যাপী জেএমবির বোমা হামলা মামলায় রেজওয়ানুল বারী জয়পুরহাট সদর থানার একজন তালিকাভুক্ত আসামি। তাঁকে র্যাব ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর কাছ থেকে জেএমবিদের গোপন কর্মকাণ্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। রেজওয়ানুলের বাড়ি জয়পুরহাট শহরের সবুজ নগরে।