Beta

নাটোরে ডাকাতির সরঞ্জামসহ ৬ ‘ডাকাত’ আটক

২৮ মে ২০১৫, ১৭:১২

ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় নাটোরের সিংড়া থেকে ছয় ‘ডাকাত’কে আটক করেছে পুলিশ। এ সময় একটি ট্রাক ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে। 

সিংড়া থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, গতকাল রাত ১টার দিকে সিংড়া পৌরসভা মাঠে বসে ডাকাতির পরিকল্পনা করছিল কয়েকজন। এ সময় সেখানে অভিযান চালিয়ে আব্দুস সামাদ, জিল্লুর রহমান ও আজম উদ্দিন নামের স্থানীয় তিন ডাকাতকে আটক করা হয়। 

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একই উপজেলার নিঙ্গুইন এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশ থেকে একটি ট্রাকসহ পাবনার শফিকুল, ফরিদপুরের শাহ আলম ও বগুড়ার আব্দুস সালাম নামের আরো তিন ডাকাতকে আটক করা হয়। এ সময় ট্রাকে থাকা চাকু, দড়িসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। আটককৃতরা আন্তজেলা ডাকাতদলের সদস্য বলে জানান সাইফুল ইসলাম।

Advertisement