স্ত্রীর সঙ্গে ভাতিজার পরকীয়া জেনে ফেলায় খুন হন দিনমজুর আজিজ

স্ত্রীর সঙ্গে আপন ভাতিজার পরকীয়ার ঘটনা জেনে ফেলায় দিনমজুর আব্দুল আজিজকে গলা কেটে হত্যা করা হয়। গতকাল সোমবার সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক জবানবন্দিতে এ কথা স্বীকার করেন দিনমজুর আজিজের স্ত্রী অভিযুক্ত রোকেয়া খাতুন ও ভাতিজা নজরুল ইসলাম।
জেলা আদালতের পরিদর্শক অমল কুমার রায় জানান, রোকেয়া খাতুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায়ের খাস কামরায় এবং নজরুল ইসলাম ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের খাস কামরায় পৃথক জবানবন্দিতে এই স্বীকারোক্তি দেন। এর আগে তাঁরা হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্রটির সন্ধান দেয় পুলিশকে।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় সদর উপজেলার দহকুলা গ্রামের দিনমজুর আব্দুল আজিজকে (৫৬) কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। ওই রাতেই তাঁকে বাড়ির পাশের একটি বাঁশবাগানে গলা কেটে হত্যা করা হয়। পুলিশ এ ঘটনায় আব্দুল আজিজের দ্বিতীয় স্ত্রী রোকেয়া খাতুন ও তাঁর ভাতিজা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে।