সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

সাতক্ষীরা-ভোমরা সড়কের নবাতকাটিতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় ট্রাকের ধাক্কায় আহত হন দুই ভ্যানযাত্রী। আজ বুধবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেলচালক ভোমরা গ্রামের কবিরুল ইসলাম (৪০) ও যশোরের নোয়াপাড়ার আমদানিকারক সাধন কুমার সেন (৩৯)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, কবিরুল ইসলাম তাঁর ভাড়ার মোটরসাইকেলে আমদানিকারক সাধন সেনকে নিয়ে আজ বিকেল ৩টার দিকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। সাতক্ষীরা-ভোমরা সড়কের নবাতকাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই দুজন নিহত হন। এ সময় ট্রাকটি আরেকটি যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দিলে দুজন আহত হন।
আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরো বলেন, ‘ট্রাকটি জব্দ করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ দুটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’