শেরপুরে পিকনিকের বাসচাপায় দুজন নিহত, বাসে আগুন

শেরপুর জেলা সদরের কুসুমহাটি এলাকায় পিকনিকের বাসের চাপায় এক রিকশাভ্যান চালক ও তাঁর আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর-জামালপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ভ্যানচালক কাশেম (৪২) ও আরোহী হালিম উদ্দিন (৪৫)। তারা উভয়ই সদর উপজেলার ছয়ঘড়ি পাড়ার বাসিন্দা।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাসটিকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, টাঙ্গাইল জেলার চাইল্ড কেয়ার হোম নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাসটিতে করে শেরপুরের গজনী অবকাশ কেন্দ্রে পিকনিক করতে আসে। পিকনিক শেষে ফিরে যাওয়ার সময় দ্রুতগতির বাসটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা বাসটিতে আগুন দেয় এবং রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পুনরায় সড়কে যান চলাচল শুরু হয়েছে।
ওসি জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এছাড়াও বাসটিতে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। শিক্ষার্থীরা নিরাপদে রয়েছে।