শাশুড়ির ছুরিকাঘাতে গৃহবধূর বাবা খুন

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা। ফাইল ছবি
ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকায় রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি মেয়ের শাশুড়ির ছুরিকাঘাতে খুন হয়েছেন। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানিয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, প্রেমের সম্পর্ক থেকে গত রমজান মাসে রফিকুল ইসলামের মেয়ে তাসলিমার সঙ্গে একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে ওসমানের বিয়ে হয়। কিন্তু, ওসমানের মা রানু বেগম সেই বিয়ে মেনে নিতে পারেননি। আজ সন্ধ্যায় ওসমানের মা রানু বেগম তার দুই ভাই আনিসুর রহমান ও সাদ্দামকে সঙ্গে নিয়ে নিজ দোকানে বসা রফিকুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সংশ্লিষ্ট সংবাদ: খুন
০৩ মে ২০২২
২৫ এপ্রিল ২০২২
২৩ এপ্রিল ২০২২
১৩ এপ্রিল ২০২২
০৯ এপ্রিল ২০২২