রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৮

আটকের প্রতীকী ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা (ডিবি) বিভাগ।
ডিএমপির জনসংযোগ শাখা থেকে আজ বুধবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে পাঁচ হাজার ২৪১টি ইয়াবা, ২০০ গ্রাম হেরোইন ও ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: মাদকবিরোধী অভিযান
২৪ জুন ২০২২
১৬ জুন ২০২২
১০ জুন ২০২২
০৭ জুন ২০২২
০৪ জুন ২০২২