রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৬

ডিএমপির লোগো। ছবি : সংগৃহীত
রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির জনসংযোগ শাখা থেকে আজ বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার সকাল ৬টা থেকে পরের ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অভিযানে ৫ হাজার ৯০৬ পিস ইয়াবা, ১৬৫ গ্রাম হেরোইন, ১৩ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ২ বোতল ফেনসিডিল ও ৬ ক্যান বিয়ার জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সংবাদ: মাদকবিরোধী অভিযান
০৫ ফেব্রুয়ারি ২০২৩
০২ ফেব্রুয়ারি ২০২৩
০১ ফেব্রুয়ারি ২০২৩