যশোরে পুরুষ সেজে প্রতারণা, নারী আটক

যশোরে পুরুষ সেজে প্রতারণার অভিযোগে আটক ফারহানা আক্তার স্নেহা। ছবি : সংগৃহীত
যশোরে পুরুষ সেজে প্রতারণার অভিযোগে ফারহানা আক্তার স্নেহা (২৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে শহরের দড়াটানা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। স্নেহার বাড়ি যশোর শহরের লোন অফিসপাড়ায়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘আটক স্নেহা যশোরসহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে পুরুষ সেজে প্রতারণা করে আসছিলেন। সম্প্রতি চৌগাছা উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ের সঙ্গে স্নেহা প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর সুযোগ বুঝে ওই মেয়ের কাছ থেকে মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে নগদ টাকা আত্মসাৎ করেন।’
শেখ মোহাম্মদ মনিরুজ্জামান আরও বলেন, ‘হবিবুর রহমান বাদী হয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ স্নেহাকে আটক করে।’
মনিরুজ্জামান জানান, স্নেহার নামে দেশের বিভিন্ন থানায় মাদক ও প্রতারণার বেশ কয়েকটি মামলা রয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: আটক
২৮ জুন ২০২২
০৭ জুন ২০২২
০২ জুন ২০২২
০২ জুন ২০২২