মানিকগঞ্জে পথচারীদের মধ্যে ২০ হাজার মাস্ক বিতরণ কার্যক্রম শুরু

করোনাভাইরাস সংক্রমণ রোধে মানিকগঞ্জে পথচারীদের মধ্যে ২০ হাজার মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। ছবি : এনটিভি
করোনাভাইরাস সংক্রমণ রোধে মানিকগঞ্জে পথচারীদের মধ্যে ২০ হাজার মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের ‘শহীদ রফিক মঞ্চ’ থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
জেলা এনজিও সমম্বয় কমিটির উদ্যোগে দুই দিনব্যাপী এ মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন এবং জেলা এনজিও সমন্বয় কমিটির কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধায়নে আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার জেলা শহরের আটটি স্পট থেকে ২০ হাজার মাস্ক বিতরণ করা হবে।