মানিকগঞ্জে জেলা বিএনপির সহসভাপতি মোতালেব গ্রেপ্তার

মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মোতালেব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রাত সাড়ে ৮টার দিকে তাঁকে সদর উপজেলার গড়পাড়া গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
সদর থানা সূত্রে জানা গেছে, বুধবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের বেউথা এলাকায় বিকট শব্দে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোতালেবকে আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় ১৫ থেকে ১৬ জনের নামে ও আরও অজ্ঞাত ১৫ থেকে ১৬ জন আসামি করে পুলিশ বাদি হয়ে মামলা করেছে। ওই মামলায় মোতালেব হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে। নাশকতার ঘটনায় মামলা দায়ের হয়েছে। সেই মামলায় মোতালেবকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, ‘১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে। সকল বাঁধা অতিক্রম করে মহাসমাবেশ জনশ্রুতে রূপ নেবে।’