ভৈরবে বিপুল কারেন্টজাল জব্দ, ৬ জেলেকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে বিপুল কারেন্টজাল জব্দ করা হয়। ছবি : এনটিভি
কিশোরগঞ্জের ভৈরবের ব্রহ্মপুত্র ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল কারেন্টজাল জব্দ করা হয়েছে। এ সময় ছয় জেলেকে জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার সকালে এ অভিযান চালানো হয়।
স্থানীয় মৎস্য বিভাগ জানায়, আজ বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান সুজনের নেতৃত্বে অভিযান চলে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত জব্দ জালগুলো পুড়িয়ে ধ্বংস করেন। একইসঙ্গে ছয় জেলেকে ১৪ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নদ-নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।’
উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান সুজন জানান, হাওরাঞ্চলের দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে এমন অভিযান চলমান থাকবে।
সংশ্লিষ্ট সংবাদ: জরিমানা
০৯ আগস্ট ২০২২
০৮ আগস্ট ২০২২
০৭ আগস্ট ২০২২