ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে কয়েদির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার। ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ব্যাংকের চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত মেজবাহ উদ্দিন (৫৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি শহরের ফুলবাড়িয়া এলাকার অহিদ মিয়ার ছেলে এবং আল্লাহর দান ফ্লাওয়ার মিলের মালিক ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. ইকবাল হোসেন জানান, মেজবাহ উদ্দিন একটি ব্যাংকের চেক জালিয়াতি মামলায় সাড়ে সাত কোটি টাকা জরিমানা ও এক বছরের সাজাপ্রাপ্ত কয়েদি। চলতি বছরের ২১ মার্চ তাকে কারাগারে প্রেরণ করা হয়। সন্ধ্যার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়েন। এ সময় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সংবাদ: কয়েদির মৃত্যু
১৮ মার্চ ২০২২
১৪ সেপ্টেম্বর ২০২১
১৪ আগস্ট ২০২১
০৮ আগস্ট ২০২১