নেত্রকোনায় দুস্থ পরিবারের মধ্যে আওয়ামী লীগ নেতার খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত নেত্রকোনায় হতদরিদ্র অসহায় শ্রমজীবী কর্মহীন পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যদ্রব্যসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোনা পৌর শহরের সাতপাই নদীরপাড় এলাকায় জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক দীপক ধর গুপ্তের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। প্রত্যেক পরিবারকে প্রাথমিক পর্যায়ে চাল, আলু, তেল, সাবানসহ একটি প্যাকেট দেওয়া হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, দপ্তর সম্পাদক মাজারুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক দীপক ধর গুপ্ত, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান খান, সহ-দপ্তর সম্পাদক চপল দত্ত, জেলা আওয়ামী লীগের সদস্য বাসেত খান খসরু, দ্বীপায়ন সরকার, আওয়ামী লীগ নেতা মহর দত্ত রায়, সেলিম খান, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার জাহান চৌধুরী, সাবেক কাউন্সিলর এসএম মহসীন আলম, কালিবাড়ী মন্দির কমিটির সম্পাদক লিটন পন্ডিত প্রমুখ।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস প্রতিরোধে সর্বাত্মক কার্যক্রম গ্রহণ করেছেন। তাঁর দিক নির্দেশনার আলোকে আমার যতটুকু সাধ্য আছে তাই নিয়ে এলাকার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সরকারের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও দরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে থাকতে হবে। আশা করি করোনা ভাইরাসের সৃষ্ট এই ভয়াল পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সফল হবো।
জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক দীপক ধর গুপ্ত বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আমাদের আরো অনেকটা পথ পার হতে হবে। আমাদের সাধ্য অনুযায়ী দরিদ্র অসহায় শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে হবে। মুখ ফিরিয়ে থাকলে চলবে না। এই মানুষগুলোর ভালোবাসা ও শ্রমে-ঘামে আজকে আমাদের এই নান্দনিক সভ্যতা। আজকের এই দুর্দিনে আমরা সামান্য কিছু সহায়তা দিতে চেষ্টা করছি মাত্র।
এদিকে নেত্রকোনায় করোনাভাইরাস মোকাবিলায় এক হাজার ২০০ দরিদ্র শ্রমজীবী কর্মহীন মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনাভাইরাসের কারণে জীবিকা উপার্জন বন্ধ থাকায় দরিদ্র শ্রমজীবী-খেটে খাওয়া মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন নেত্রকোনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ বজলুর রশিদ এবং নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র-২ শেখ হেলাল উদ্দিন ও সৈয়দ রফিকুল ইসলাম মানিক।
আজ মঙ্গলবার পৌরশহরের কাটলী বঙ্গবন্ধু মোড়ে নেত্রকোনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এক হাজার ২০০ দরিদ্র শ্রমজীবী-খেটে খাওয়া বর্তমানে কর্মহীন মানুষের মধ্যে তারা চাল, আলু ও লবণ বিতরণ করেছেন।
এ বিষযয়ে সৈয়দ বজলুর রশিদ বলেন, বিপদের দিনে সামান্য কিছু নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সমাজের বিত্তবান ও স্বচ্ছল প্রতিটি মানুষকেই যার যার সাধ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত। আমরা যতটুকু পারি অব্যাহতভাবে এই সংকট মোকাবিলায় কাজ করে যাব।
শেখ হেলাল উদ্দিন বলেন, সরকারের পাশাপাশি এই দুর্দিনে ব্যক্তি পর্যায়েও এগিয়ে আসতে হবে। আমাদের ব্যক্তিগত তহবিল থেকে আজ এই মানুষদের যৎসামান্য সাহায্য করছি। সামনের দিনগুলোতেও এই সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে।