দর্শনার্থীদের জন্য খুলল নাটোরের উত্তরা গণভবন

নাটোরের উত্তরা গণভবন। ছবি : এনটিভি
দীর্ঘ আট মাস পর শর্ত সাপেক্ষে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে নাটোরের উত্তরা গণভবন। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ গণভবনের ফটক খুলে দিয়ে তা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেন। সেই সঙ্গে খুলে দেওয়া হয় টিকেট কাউন্টার।
২০ টাকার টিকেট কেটে গণভবনে প্রবেশ করা যাবে। তবে শর্ত অনুযায়ী একবারে ১০ জনের বেশি দর্শনার্থী ভেতরে প্রবেশ করতে পারবে না বলে জানান জেলা প্রশাসক।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে উত্তরা গণভবন। করোনা সংক্রমণের কারণে চলতি বছরের ১৯ মার্চ বন্ধ করে দেওয়া হয়েছিল উত্তরা গণভবন তথা নাটোরের ঐতিহ্যবাহী দিঘাপতিয়া রাজপ্রাসাদ।
এর আগে গত ৯ নভেম্বর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় নাটোর রাজবাড়ী বা রানী ভবানীর প্রাসাদ।