ডেঙ্গু প্রতিরোধে নেত্রকোনায় মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন শেষে পরিচ্ছন্নকর্মীদের নিয়ে একটি শোভাযাত্রা বের হয়। ছবি : এনটিভি
নেত্রকোনা পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
নেত্রকোনা পৌর ভবনের সামনে থেকে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র নজরুল ইসলাম খান। পৌরসভার উদ্যোগে আজ দুপুরে এ কার্যক্রম উদ্বোধন শেষে স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্নকর্মীদের নিয়ে একটি শোভাযাত্রা বের হয়ে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র নজরুল ইসলাম খান করোনাসহ ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার সব নাগরিককে সচেতন থাকার আহ্বান জানান। এ সময় পৌরসভার প্যানেল মেয়র-১ এস এম মহসীন আলমসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সংবাদ: ডেঙ্গু
১৭ মে ২০২২
১৬ মে ২০২২
০৬ ফেব্রুয়ারি ২০২২
২৮ জানুয়ারি ২০২২
২৭ জানুয়ারি ২০২২