ট্রাকের ধাক্কায় নওগাঁ সিভিল সার্জন অফিসের হিসাবরক্ষণ কর্মকর্তা নিহত

মহাদেবপুর থানা। ছবি : সংগৃহীত
নওগাঁর মহাদেবপুরে শিবরামপুর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ (৫৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আবুল কালাম আজাদ নওগাঁ সিভিল সার্জন অফিসে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
মোটরসাইকেলে করে মহাদেবপুর নিজ বাড়ি থেকে নওগাঁ জেলাসদরে অফিসে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন আবুল কালাম আজাদ। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ এসব তথ্য জানান।
সংশ্লিষ্ট সংবাদ: সড়ক দুর্ঘটনা
১৬ মে ২০২২