চুয়াডাঙ্গায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক

চুয়াডাঙ্গায় বৃদ্ধাকে হত্যার ঘটনায় তাঁর ছেলে ইদ্রিস আলীকে আজ সকালে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন শ্যামপুর গ্রামে কদবানু বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা ১০টার দিকে এ ঘটনা ঘটে। এরই মধ্যে এ ঘটনায় ওই বৃদ্ধার ছেলে ইদ্রিস আলীকে (৩৫) আটক করেছে পুলিশ।
নিহত কদবানু বেগম শ্যামপুর গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, আজ রোববার সকালে বাড়িতে মোটর চালিয়ে গোসল করার সময় পানির পাইপ সরানোকে কেন্দ্র করে মা ও ছেলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে ইদ্রিস বালিধারা (অস্ত্র ধার দেওয়ার কাঠের টুকরো) দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান কদবানু।
ওসি আরও জানান, লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সংশ্লিষ্ট সংবাদ: হত্যা
০১ জুলাই ২০২২
২৯ জুন ২০২২