চাঁপাইনবাবগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল। ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে মোহাম্মদ আজিম (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। পৌরসভার বটতলাহাট এলাকায় গতকাল সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আজিম পৌর এলাকার মাওরিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। এ ছাড়া আহত দুজন হলো নতুনহাট বড়িপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ইমন (১৮) ও বটতলাহাটের আব্দুল হাইয়ের ছেলে আলম (১৪)।
অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে স্থানীয় সাগর ও সোহান গ্রুপের মধ্যে গতকাল সোমবার রাতে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন আজিম। এ ছাড়া আহত হন ইমন ও আলম নামের আরও দুজন।
নিহত আজিমের মরদেহ চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
২৮ এপ্রিল ২০২২
২৬ এপ্রিল ২০২২
২০ এপ্রিল ২০২২
১৪ এপ্রিল ২০২২
১৩ এপ্রিল ২০২২
০৮ এপ্রিল ২০২২
০৬ এপ্রিল ২০২২
০৫ এপ্রিল ২০২২
০৩ এপ্রিল ২০২২