চট্টগ্রামে বুলডোজারে বাড়ি ভেঙে দখলের চেষ্টা

চট্টগ্রামের সদরঘাট আইস ফ্যাক্টরি রোডে দিন দুপুরে সন্ত্রাসীরা বুলডোজার দিয়ে একটি বাড়ি ও গুদাম ভেঙে দখলের চেষ্টা করেছে। আজ শুক্রবার বেলা ৩টার পর এ ঘটনা ঘটে। পরে পুলিশের টহল দল দেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। বুলডোজারটি জব্দ করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ওই বাড়িটি বেশ পুরনো। এর ভেতর বেকারির একটি কারখানা ও এর শ্রমিকরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। বেলা ৩টা দিকে কয়েকজন শ্রমিককে অস্ত্রের মুখে বের করে বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে দখলের চেষ্টা করে সন্ত্রাসীরা।
গুদামের মালিক নাঈম ইকবাল জানান, এ বাড়িতে তাঁর বাবার জন্ম। এটি ছেড়ে এখন অন্যত্র বাসায় থাকেন। এ ভবনের একটি অংশে বিভিন্ন পণ্যের গুদাম। অন্য অংশে তাঁদের দোকান ও গুদামের শ্রমিকরা থাকেন। তাঁর দাদা ফজল উদ্দিন ৫৫ বছর আগে এ বাড়ির একটি অংশ কিনে নেন। দীর্ঘদিন ধরে তাঁর বাবা-চাচারা থাকতেন। তাঁদের না জানিয়ে বাড়ির মূল মালিক ডেভেলপার কোম্পানির কাছে বিক্রি করে দেন। এ নিয়ে তাদের সঙ্গে আদালতে মামলা চলছে। উচ্চ আদালত স্থিতাবস্থা জারি করেছেন। কিন্তু সন্ত্রাসীরা দিনদুপুরে বাড়িটি ভেঙে দখলের চেষ্টা করেছে। প্রায় ১৩ লাখ টাকার পণ্য ট্রাকে করে লুট করে নিয়ে যায়।
গুদামের শ্রমিক রহিম জানান, তাঁরা দুজন ছিলেন। অন্যরা নামাজের পর বাসায় আসেনি। আজ শুক্রবার গুদাম বন্ধ ছিল। ২৫ থেকে ৩০ জন লোক সশস্ত্র অবস্থায় তাঁকে বাসা থেকে বের করে দেয়। এর আগে তাঁর মোবাইলটি জোর করে কেড়ে নেয়। গুদামে থাকা মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে বুলডোজার দিয়ে ভবনটির অধিকাংশ অংশ ভেঙে দেন। সন্ত্রাসীরা তাঁকে জিম্মি করে রাখে।
মালিকের স্ত্রী শাহনাজ ইকবাল জানান, তাঁর শ্বশুর এ বাড়িতে ৫৫ বছর আগে প্রথম ফ্রুটসের ব্যবসা শুরু করতেন। তাঁর মৃত্যুর পর তাঁর স্বামী ইকবাল এর এক অংশে কাঁচামালের গুদাম করেন। এছাড়া অন্য অংশে শ্রমিকরা থাকেন। আজ শুক্রবার দিন দুপুরে তারা বাড়িটি ভেঙে দখলের চেষ্টা করে। পুলিশ আসায় রক্ষা পেয়েছেন পুরনো এ বাড়িটি।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, বাড়ি দখলের খবর আসার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পরই দখলকারীরা পালিয়ে যায়। বুলডোজারটি ভাড়ায় এনে এ কাজটা করছিল। চালক পালিয়ে গেছে। আমরা হেলপারকে আটক করেছি।