গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। ছবি : এনটিভি
গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য আজিজুল হক ভূঁইয়া (৬০) মারা গেছেন। আজ শুক্রবার কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আজিজুল হক সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মৃত জয়নাল ভূঁইয়ার ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাইম মো. তোফাজ্জেল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আজিজুল ভ্যানে করে পাট কিনতে বাড়ি থেকে ফুকরা বাজারে যাচ্ছিলেন। সকাল ১১টার দিকে মহাসড়কের ফুকরা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানযাত্রী আজিজুল মারাত্মক আহত হন।
স্থানীয়রা আজিজুলকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মারা যান তিনি।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
১৯ মার্চ ২০২৩
১৯ মার্চ ২০২৩
১৯ মার্চ ২০২৩
১৯ মার্চ ২০২৩
১৯ মার্চ ২০২৩
১৯ মার্চ ২০২৩
১৮ মার্চ ২০২৩
১৮ মার্চ ২০২৩
১৭ মার্চ ২০২৩
১৭ মার্চ ২০২৩