খুলনার দৌলতপুরে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

সড়ক দুর্ঘটনা ফাইল ছবি
খুলনা–যশোর সড়কে মোটর সাইকেল আরোহী পুলিশ কনস্টেবল মোসাব্বির ট্রাকচাপায় নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় খুলনা মহানগরীর দৌলতপুর বাজারের সামনে ট্রাক চাপায় নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন কেএমপি'র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা ।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, সহকারী পুলিশ কমিশনার (খালিশপুর) এর বডিগার্ড কনস্টেবল মোসাব্বির হোসেন (৩৪) দৌলতপুরস্থ যশোর সড়ক দিয়ে যাচ্ছিলেন, এসময় তাকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিয়ে যায়। মারাত্মক আহত কনস্টেবল মোসাব্বিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রাকটিকে আটক করেছে।
সংশ্লিষ্ট সংবাদ: সড়ক দুর্ঘটনা
৩০ জানুয়ারি ২০২৩
২৯ জানুয়ারি ২০২৩