উৎপাদন বেশি হলে দাম কমে যায়, কৃষক ক্ষতিগ্রস্ত হয় : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দারিদ্র্য বিমোচনে কৃষির গুরুত্ব সবচেয়ে বেশি। আমাদের কৃষি খাতের উৎপাদন অনেক ভালো। সমস্যা হচ্ছে, যখন যে কৃষিজাত পণ্যের উৎপাদন বেশি হয় তখনই সেটির দাম কমে যায়। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হয়।
আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে উন্নয়ন মেলা উপলক্ষে আয়োজিত এক সেমিনারে মন্ত্রী এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, কৃষককে বাঁচাতে কৃষির আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণ অপরিহার্য। দেশে পুষ্টিমানসম্পন্ন খাদ্য উৎপাদন ভালো। কিন্তু আয় ভালো না থাকায় অধিকাংশ মানুষ পুষ্টিকর খাদ্য ক্রয় করতে পারছে না। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। কৃষি, অর্থনীতি, সামাজিকসহ সব খাতেই বাংলাদেশ স্বনির্ভর।
আব্দুর রাজ্জাক বলেন, ফিনল্যান্ডের সঙ্গে আমাদের ব্যবসার সম্ভাবনা ভালো। বিশেষ করে আইটি, স্বাস্থ্যসেবা, একাডেমিক সহযোগিতা, বি-টু-বি সংযোগ, পরিত্যক্ত প্লাস্টি আই সাইক্লিং, এনার্জি রিসাইক্লিংসহ বিভিন্ন বিষয়ে ব্যবসা করতে তারা আগ্রহী। আমাদের কৃষির আধুনিকায়ন, প্রক্রিয়াজাত, বাজারজাতই প্রধান লক্ষ্য।
কৃষিমন্ত্রী আরো বলেন, আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করা আমাদের একার পক্ষে সম্ভব নয়। কিছু চ্যালেঞ্জ রয়েছে- যার জন্য আমরা দায়ী নই। কিন্তু ক্ষতিগ্রস্ত হই আমরাই। কৃষি প্রক্রিয়াজাত কারখানাসহ বিভিন্ন কল-কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন সম্ভব হবে।
পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাঈনুদ্দিন আব্দুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ওয়াইস কবির।