প্রসূন রহমান প্রসূন রহমান

পড়াশোনা করেছেন সমাজবিজ্ঞান, আইন, গণযোগাযোগ, চলচ্চিত্রসহ সৃজনশীল নানা বিষয়ে। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা তিনটি। ২০০৯-এ বিদ্যাপ্রকাশ থেকে বেরিয়েছে প্রথম উপন্যাস 'ধূলার অক্ষর'; কাব্যগল্প সংকলন 'ঈশ্বরের ইচ্ছে নেই বলে' এবং ২০১২-তে বেরিয়েছে গণমাধ্যম বিষয়ে প্রকাশিত নির্বাচিত কলামের সংকলন 'সৃজনশীলতার সংকটে স্যাটেলাইট চ্যানেল'। সম্প্রতি নির্মাণ করেছেন তাঁর প্রথম পূর্ণদৈঘ্য চলচ্চিত্র 'সুতপার ঠিকানা'। এর আগে প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন চারটি—'রাইস অ্যান্ড প্রে', 'দ্য ওয়াল', 'বায়োস্কোপ' এবং তারেক মাসুদের ওপর নির্মিত 'ফেরা'। তারেক মাসুদের সহযোগী হিসেবে কাজ করেছেন 'নরসুন্দর', 'রানওয়ে'সহ বেশ কয়েকটি প্রামাণ্যচিত্রে। অকালপ্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের প্রধান উত্তরসূরি প্রসূন রহমান এ মুহূর্তে কাজ করছেন দুটি তথ্যচিত্র নিয়ে। আর প্রস্তুতি নিচ্ছেন দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে।