মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত

বাবার সরকারি চাকরির সুবাদে ছাত্রজীবন কেটেছে দেশের বিভিন্ন জেলায়। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমে স্থানীয় খবর পাঠানোর মাধ্যমে ফ্রিল্যান্স সাংবাদিকতার শুরু। এক সময় কুয়েত প্রবাসী হন। কুয়েতের প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখের খবর জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলা মিডিয়াতে প্রচার করেন। যুক্তরাষ্ট্রের খবর ডটকম, প্রবাসী ভয়েজ, প্রবাসী র্বাতা, যুক্তরাজ্যের ইউকে বিডি নিউজ, কানাডা থেকে বেঙ্গলি টাইমস, জাপান থেকে বিবেক বার্তাসহ বাংলাদেশের অনেক অনলাইন পোর্টালে কুয়েত প্রবাসীদের সংবাদ প্রচার করে সারা জাগান। ফ্রিল্যান্স রিপোর্টার ও কুয়েত প্রতিনিধি হিসেবে বিভিন্ন সময়ে 'বাংলাদেশ প্রতিদিন', 'প্রথম আলো', 'যুগান্তর', 'নয়াদিগন্ত', 'সরেজমিন বার্তা, 'অপরাধ চিত্র', 'আমার দেশ'সহ বিভিন্ন জাতীয় দৈনিকে ও সাপ্তাহিকে কাজ করেছেন। এ ছাড়া বাংলাভিশন, যমুনাটিভিসহ বাংলাদেশে বিভিন্ন টিভি চ্যানেলে দীর্ঘদিন থেকেই কুয়েত প্রবাসীদের সংবাদ ও প্রতিবেদন করছেন। ২০১২ থেকে একুশে টিভির কুয়েত প্রতিনিধি হিসেবে নিয়োগ পান। এ ছাড়া তিনি কুয়েত থেকে প্রচারিত প্রবাস বাংলার প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা সম্পাদক, মরুলেখার নির্বাহী সম্পাদক, মাসিক মদিনার পথে পত্রিকার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া কুয়েত থেকে বিভিন্ন জাতীয় ও বাংলার ঐতিহ্য নিয়ে প্রকাশিত সুভেনিয়র সম্পাদনার সাথে যুক্ত ছিলেন। আবার কুয়েত রেডিওতে বাংলা সার্ভিস অনুষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য। কুয়েতপ্রবাসী বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকসহ অনলাইন মিডিয়ার রিপোর্টাদের নিয়ে গঠিত বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্বাচিত হন। কুয়েতে সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা পালনের জন্য দূতাবাসসহ বিভিন্ন সংগঠন থেকে প্রশংসা ও সম্মাননা পেয়েছেন। বর্তমানে 'বাংলাদেশ প্রতিদিন' এবং 'এনটিভি'র কুয়েত প্রতিনিধি হিসেবে কাজ করছেন। একই সঙ্গে তিনি কুয়েত থেকে প্রচারিত অনলাইন মিডিয়া 'বাংলার বার্তা'র সম্পাদক ও প্রকাশক।