বইমেলায় আসছে মেসবাহ শিমুলের ‘স্বপ্নদ্রোহী’

সাংবাদিক ও কথাশিল্পী মেসবাহ শিমুলের ‘স্বপ্নদ্রোহী’ বইয়ে প্রচ্ছদ।
এবারের একুশে বইমেলায় আসছে সাংবাদিক ও কথাশিল্পী মেসবাহ শিমুলের ‘স্বপ্নদ্রোহী’।
হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পেছনে যেসব ঘটনা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে কিংবা যে ঘটনাগুলোর ধারাবাহিকতা একজন প্রধানমন্ত্রী থেকে তাকে ফ্যাসিস্ট হওয়ার প্রেরণা যুগিয়েছে, গ্রন্থটিতে থাকছে সে সবের বয়ান। ৯৬ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে ভাষাতরী প্রকাশন।
মেসবাহ শিমুল একজন পেশাদার সাংবাদিক। কাজ করছেন জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়ার সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে। চব্বিশের গণঅভ্যুত্থানের বহু আগে থেকেই ছিলেন ফ্যাসিবাদের কড়া সমালোচক।
তার উপন্যাস ‘মরা নদী বলেশ্বর’, গল্পগ্রন্থ ‘অভিমানী সেই মেয়েটি’, কবিতা সংকলন ‘মানুষ হওয়ার কবিতা’, প্রবন্ধগ্রন্থ ‘রাজ্য ও নৈরাজ্যের গল্প’ ইতোমধ্যেই পাঠক প্রিয়তা পেয়েছে।