সাঈফ ইবনে রফিকের একগুচ্ছ অনুগল্প

Looks like you've blocked notifications!

সত্যবোধ

 

আড্ডা ভেঙ্গে  দুই বন্ধু দুই দিকে হাঁটা শুরু করল। উত্তরে যে বন্ধু যাচ্ছিল, দক্ষিণের বন্ধুকে ফোন করে বলল- জানিস, আজ কিন্তু চাঁদটাও আমার সাথে হেঁটে আমার বাড়ির দিকে যাচ্ছে। দক্ষিণের বন্ধু ক্ষেপে জবাব দিল, চাপা মারিস না। চাঁদ তো আমার পিছে পিছে হাঁটছে। দাঁড়া এক্ষুনি সেলফি তুলে পাঠাচ্ছি।
মজার ব্যাপার হচ্ছে— দুজনই সত্য বলছে।

এলিয়েন

মঙ্গলবাসী হিমালয় পর্বতমালাকে পৃথিবীর কলঙ্ক বলে। গ্যালিলিওর মেধাসম্পন্ন এক জ্যোতির্বিজ্ঞানী এলিয়েন বলল, ওই দ্যাখ পৃথিবীর আসল কলঙ্ক, স্টাচু অব লিবার্টি। গ্রহে বিজ্ঞানের নতুন এই জাগরণ দেখে হাসলেন এলিয়েন লালন। বললেন, পৃথিবীর আদি ও আসল কলঙ্ক হচ্ছে মানুষ। ওরা একমাত্র নিরুত্তাপ স্নিগ্ধ চাঁদেও কলঙ্ক খুঁজে পায়। এই তথ্য জানার পর পৃথিবীর স্টিফেন হকিং হাসতে হাসতে শেষ। নড়েচড়ে শব্দ করে বলেই ফেললেন, দুইটা চাঁদ থাকার পরও মঙ্গলের এলিয়েনরা কলঙ্ক খুঁজে পায় না!