অস্ট্রেলিয়ায় রোহিঙ্গাদের নিয়ে বাপ্পীর একক চিত্র প্রদর্শনী

Looks like you've blocked notifications!
অস্ট্রেলিয়ায় চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পী। ছবি : সংগৃহীত

নাজমুল হক বাপ্পী একাধারে একজন চিত্রশিল্পী, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং নাট্যনির্মাতা।

চিত্রশিল্পে তাঁর পদচারণা ব্যাপক। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজের চিত্রশিল্পের প্রদর্শনী ও বিভিন্ন পুরস্কার অর্জন তাঁর পথচলা আরো ত্বরান্বিত করে। শুরুতেই প্রকৃতির বিভিন্ন বিষয় নিয়ে চিত্র রচনা করলেও সমাজের মানুষ এবং সামাজিক বিষয় নিয়ে তিনি কাজ করে চলেছেন।

চিত্রশিল্প দেখছেন অস্ট্রেলিয়ার দর্শনার্থীরা। ছবি : সংগৃহীত

তিনি সম্প্রতি বাংলাদেশে আগত রোহিঙ্গা নিয়ে একটি একক চিত্র প্রদর্শনী করেছেন অস্ট্রেলিয়ার ব্রিসবেন সিটিতে। বাংলাদেশ হিউম্যান রাইটসের আমন্ত্রণে শিল্পী বাপ্পী এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

রোহিঙ্গাদের নিয়ে চিত্রে তাঁদের নির্মম হত্যাযজ্ঞ, শিশুদের ওপর নির্যাতন, মোটকথা রোহিঙ্গাদের করুণ ও নির্মম অবস্থা শিল্পী বোঝাতে চেয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর এই প্রদর্শনী ব্যাপক সাড়া ফেলে।

অন্যদিকে, বাংলাদেশ হিউম্যান রাইটসের পরিচালক মাহবুবুল হক বলেন, ‘এমন একটি প্রদর্শনীর আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।‘ তিনি আশা করেন, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের প্রদর্শনীর আয়োজন অব্যাহত থাকবে।