Beta

‘কথা যত’ নিয়ে আড্ডা বাতিঘরে

১৮ এপ্রিল ২০১৯, ১৮:২৯ | আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ২০:৫১

ফিচার ডেস্ক

শিবু কুমার শীলের নেওয়া সাক্ষাৎকারের সংকলন ‘কথা যত’ বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনে অবস্থিত বাতিঘর বইয়ের দোকানে বিকেল ৪টায় অনুষ্ঠানটি হবে।

আগামী প্রকাশনী আয়োজিত এই অনুষ্ঠানে বইটির উপর আলোচনার পাশাপাশি চলবে সাহিত্য আড্ডা। এতে অংশ নেবেন সাক্ষাৎকারদাতা শিল্পী, সাহিত্যিক, সমালোচক ও পাঠকরা।

‘কথা যত’ বইতে অন্তর্ভুক্ত সংলাপ সমূহের বিষয় সাহিত্য, শিল্পকলা ও চলচ্চিত্র। এখানে রয়েছে আবদুল মান্নান সৈয়দ, হাসনাত আবদুল হাই, হুমায়ুন ফরীদি, নিসার হোসেন, শাহাদুজ্জামান ও নূরুল আলম আতিকের সাক্ষাৎকার।

প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে ‘কথা যত’ বইটি ৩০% ছাড়ে বাতিঘরের সব শাখায় পাওয়া যাবে।

Advertisement