তন্ময় মণ্ডলের ‘পালক জীবন’

Looks like you've blocked notifications!

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তন্ময় মণ্ডলের নতুন কবিতার বই ‘পালক জীবন’। বইটি প্রকাশ করেছে বেহুলাবাংলা। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। বইটি পাওয়া যাচ্ছে বেহুলাবাংলার ১২৩-১২৪ নম্বর স্টলে।

বইটি সম্পর্কে তন্ময় মণ্ডল বলেন, ‘আমি জন্মগতভাবে ভারতীয় হলেও কবি হিসেবে তো বাঙালি, তাই অমর একুশে গ্রন্থমেলায় আমার তৃতীয় কাব্যগ্রন্থ প্রকাশ পাওয়ায় আমি আনন্দিত। পাখির পালক যেমন বাতাসে উড়ে বেড়ায়, আবার মাটিতে পড়ে থাকে, আমার কাছে মানবজীবনও তাই। এই কাব্যগ্রন্থে আমি সে কথাই বলতে চেয়েছি।’

তন্ময়ের প্রথম কাব্যগ্রন্থ ‘মৃত্যুকে খোলা চিঠি’ প্রকাশিত হয় ২০১৬ সালে। এ বছর আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় প্রকাশিত হয়েছে ‘শীতঘুমে ১২ দিন’। কবিতা ছাড়াও তন্ময় মণ্ডল গল্প, উপন্যাস, শিশুসাহিত্যও রচনা করেছেন।