আল মাহমুদের বইসহ শুক্রবার মেলায় ২৭২টি বই

Looks like you've blocked notifications!

অমর একুশের গ্রন্থমেলার ১৫তম দিনটি ছিল গতকাল শুক্রবার। এদিন মেলায় প্রকাশিত হয়েছে আল মাহমুদের বই ‘গল্প’। আর এদিন রাত ১১টার পর পরই মারা যান কবি। শুক্রবার মোট ২৭২টি বই প্রকাশিত হয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য বইগুলো হলো যতীন সরকারের ‘আমার নজরুল অবলোকন’, আহসান হাবীবের ‘উন্মাদীয় রম্য’, ধ্রুব এষের ‘আমার বাঘ মামাই’, সঞ্জীব দ্রংয়ের ‘ঈশ্বর সাঁওতালদের ভুলে গেছে’, সুদীপ্ত হান্নানের ‘আহমদ ছফার উপন্যাসের তাত্ত্বিক দিক’ প্রভৃতি।

নিচে নতুন ২৭২টি বইয়ের তালিকা দেওয়া হলো।