সলিমুল্লাহ খান অনূদিত

এর্নেস্তো কার্দেনালের ‘তারাচুর’

Looks like you've blocked notifications!

(এর্নেস্তো কার্দেনালের জন্ম নিকারাগুয়ায়, মোতাবেক ২০ জানুয়ারি ১৯২৫ তারিখে। তাঁহার পুরা নাম এর্নেস্তো কার্দেনাল মার্তিনেস। তিনি ১৯৭৯ হইতে ১৯৮৭ পর্যন্ত নিজ দেশের বিপ্লবী সরকারে সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে তাঁহার বয়স ৯৪ বছর।)

তারার ভিতর কি? তারার ভিতর আমরা।

আমাদের দেহ আর গ্রহের সকল অণু-পরমাণু

একদিন ছিল কোন না কোন তারার পেটের ভিতর।

       আমরা তারাচুর।

১৫,০০০,০০০,০০০ বছর আগে আমরা ছিলাম

শূন্যে ভাসা ধীরগতি ঘূর্ণিবায়, একদলা নাচুনি উদজান।

       তারপর গাঢ় হইল সেই বায়, গাঢ় হইতে হইতে

       বড় হইল, বড় হইতে হইতে

       ঐ দলাই হইয়া উঠিল তারা আর শুরু করিল জ্বলজ্বল করিতে।

বায় যত গাঢ় হইল ততই উঠিল তাতিয়া, হইল আলোঝলমল।

মাধ্যাকর্ষণ বলের ফজলে জন্ম লইল তপোবল : আলোক আর উত্তাপ।

ইহাকেই তো বলে ভালবাসা।

       জন্ম লইল তারা, বড় হইল আর একদিন মরিয়াও গেল।

এদিকে ছায়াপথ বরণ করিতে লাগিল ফুলের চেহারা

আজিকালি তারাঝলমল রাতে ঠিক যেমন দেখায়।

আমাদের হাড়মাস আসিয়াছে আর আর তারার বাঁধন কাটিয়া

আসিয়াছে এমনকি আর আর ছায়াপথ ছাড়িয়া

মহাবিশ্বলোকের লোক আমরা

মরিবার পর আমরা গড়িব নতুন তারার দল

আমরা গড়িব ছায়াপথমালা।

       তারকা হইতে আসিয়াছি আমরা ফিরিব তারার বুকে।

 

[তর্জমা : জুন ২০১৮]