আইইউবিতে নতুন বইয়ের মোড়ক উন্মোচন

Looks like you've blocked notifications!

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) প্রাক্তন দুই শিক্ষার্থী বিধান রিবেরু ও শেরিফ আল সায়ারের নতুন দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। গতকাল মঙ্গলবার দুপুরে স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের উদ্যোগে এ অনুষ্ঠানটি হয় ।

এবারের একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে বিধান রিবেরুর ‘চলচ্চিত্র বোধিনী’ (কথাপ্রকাশ) ও শেরিফ আল সায়ারের ‘খাঁচাবন্দি মানুষেরা’ (আদর্শ প্রকাশনী)। বইগুলো নিয়ে আলোচনা ও বর্তমান শিক্ষার্থীদের সামনে বক্তব্য দেন আইইউবির অধ্যাপক ড. মাহবুব আলম, অধ্যাপক ড. জি এম শহীদুল আলম, অধ্যাপক ড. খোশরু এম সেলিম ও সহযোগী অধ্যাপক আহমাদ মোস্তফা কামাল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আইইউবির লেকচারার নাভিলা রহমান নদী।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি ব্যক্তিগত কারণে আসতে পারেননি। নির্ধারিত আলোচক অধ্যাপক ড. জাকির হোসেন রাজুও অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি।

মোড়ক উন্মোচনের আগে লেখকদ্বয় তাঁদের বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের ধন্যবাদ জানান তাঁদের জন্য এ ধরনের ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজনের জন্য।