মেলার দ্বাদশ দিনে এসেছে ৪৪টি গবেষণাগ্রন্থ

Looks like you've blocked notifications!

একুশে বইমেলার দ্বাদশ দিনে ৪৪টি গবেষণাগ্রন্থ, ২৭টি গল্পগ্রন্থ, ২৫টি প্রবন্ধের বইসহ এসেছে ১৪৯টি বই। এগুলোর মধ্যে দ্বিজেন শর্মার স্মৃতিকথা ‘সমাজতন্ত্রে বসবাস’ (পুনর্মুদ্রণ) ও তুষার আবদুল্লাহর ছোটগল্পের সংকলন ‘সুবোধ মুক্তি পাক’ উল্লেখযোগ্য। গবেষণাগ্রন্থের ভেতর রয়েছে ‘হবিগঞ্জের রাজনৈতিক ইতিহাস’ (১৮৭৮-১৯৪৭), ‘বৃহত্তর পাবনার নারী ব্যক্তিত্ব’, ‘বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন’ প্রভৃতি বইগুলো।

নিচে নতুন ১৪৯টি বইয়ের তালিকা দেওয়া হলো।