প্রাপ্তবয়স্কদের জন্য ‘প্রিয়তীর আয়না’

Looks like you've blocked notifications!

বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ মডেল ও অভিনেত্রী মাকসুদা আখতার প্রিয়তী বই লিখেছেন। নাম ‘প্রিয়তীর আয়না’। বইটির প্রচ্ছদ করেছেন হিমেল হক। মূল্য ৬৭৫ টাকা। প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স।

মাকসুদা আখতার প্রিয়তী বলেন, ‘লেখিকা নই, শুধু মানুষকে কিছু ব্যাপারে সতর্ক করা আর অনুপ্রাণিত করার উদ্দেশ্যে জীবনের অভিজ্ঞতা থেকে কিছু কথা লেখা। লিখেছি তাঁদের জন্য, যাঁদের প্রতিদিন ভাঙার চেষ্টা করে সমাজের কিছু অসামাজিক মানুষ, যাঁরা লিখে সমাজের তথাকথিত কিছু নিয়ম, যা তাঁদের আনুকূল্যে থাকে। লিখেছি সব আবোলতাবোলভাবে, বিশ্বাস করি আপনারা বুঝে নেবেন।’

বইটি আঠারোর বেশি বয়সী পাঠকদের জন্য বলে জানিয়েছেন মাকসুদা আখতার প্রিয়তী। ২০১৪ সালে ‘মিস আয়ারল্যান্ড’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন মাকসুদা আখতার প্রিয়তী। এরপর মডেলিং করার পাশাপাশি আইরিশ চলচ্চিত্রে অভিনয় এবং বিভিন্ন মডেলিং প্রতিযোগিতার বিচারকও হয়েছেন তিনি। এ ছাড়া আয়ারল্যান্ডে বৈমানিক হিসেবেও কর্মরত আছেন এই মডেল-অভিনেত্রী। তাঁর অভিনীত দুটি চলচ্চিত্রের নাম ‘দি আয়ারল্যান্ড’ ও ‘কু কুলাইন’।