বইমেলায় ড. হাসান খানের প্রবন্ধগ্রন্থ ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও শেখ হাসিনা’

Looks like you've blocked notifications!

এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ড. মোহাম্মদ হাসান খানের প্রথম গ্রন্থ ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও শেখ হাসিনা’। এ প্রবন্ধ গ্রন্থটি প্রকাশ করেছে চৈতন্য। প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান।

বই লেখা সম্পর্কে ড. হাসান খান বলেন, ‘বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি বলে তাদের সম্পর্কে যতটুকু সম্ভব দুকলম লিখতে চেষ্টা করি। তাই আমার লেখার বিষয়বস্তুর সবটুকু জুড়েই আছে রাজনীতি। স্বাধীনতার সপক্ষের শক্তি হিসেবে আমি সব সময় আমার লেখায় বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জন্যে বঙ্গবন্ধু, গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগের অবিস্মরণীয় অবদানকে পাঠকের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি। সেই চেষ্টার সফলতা-ব্যর্থতা বিচারের ভার পাঠক, আলোচক ও সমালোচকদের হাতে রইল।’

‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও শেখ হাসিনা’ বইটি উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে। ১০৪ পৃষ্ঠার মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। স্টল নং ৫৩৫-৫৩৬।