মেলায় এসেছে রবিউল করিম মৃদুলের দুটি বই

Looks like you've blocked notifications!

এবারে অমর একুশে গ্রন্থমেলায় এসেছে তরুণ কথাসাহিত্যিক রবিউল করিম মৃদুলের দুটি বই। তার মধ্যে উপন্যাস ‘ফুলন’ প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। বইটির প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান। মুদ্রিত মূল্য ৪৪০ টাকা এবং গল্পগ্রন্থ ‘নিষিদ্ধ গোলাব’ প্রকাশ করেছে শুদ্ধ প্রকাশ। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। মুদ্রিত মূল্য ১৬০ টাকা।

এ সম্পর্কে মৃদুল বলেন, “এবারই প্রথম একসঙ্গে আমার দুটি বই প্রকাশিত হলো। উপন্যাস ‘ফুলন’ রচিত হয়েছে ভারতের উত্তর প্রদেশের একসময়ের সাড়াজাগানো দস্যুরানী ফুলন দেবীর জীবনীকে কেন্দ্র করে। তাঁর রোমহর্ষক জীবনের নানা ‍উত্থান-পতন, তাঁর সঙ্গে ঘটে যাওয়া অবর্ণনীয় নিপীড়ন এবং তাঁর দুর্ধর্ষ ডাকু জীবন নিয়ে গড়ে উঠেছে ইতিহাস আশ্রয়ী এই উপন্যাসের পেক্ষাপট। ফুলনের ভয়ানক দুর্ধর্ষ জীবন-অভিযাত্রাটাকে বাংলা ভাষাভাষী পাঠকের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি এতে। আর ‘নিষিদ্ধ গোলাব’ আমার তৃতীয় গল্পগ্রন্থ। ভিন্ন স্বাদের ১২টি গল্প নিয়ে সাজানো হয়েছে এই সংকলন। এর প্রতিটি গল্পই পাঠকের মনের খোরাক মেটাতে পারবে বলে আমার বিশ্বাস।”

বই দুটি পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায় দেশ পাবলিকেশন্সের স্টল নম্বর ৩৮৮-৩৮৯ এবং শুদ্ধ প্রকাশের ৩৯৮ নম্বর স্টলে।