সাইফুল ভুঁইয়ার তৃতীয় কাব্যগ্রন্থ ‘বধির নগরে অবরুদ্ধ অর্কেস্ট্রা’

Looks like you've blocked notifications!

এবারে অমর একুশে গ্রন্থমেলায় বেহুলা বাংলা প্রকাশনী থেকে প্রকাশিত হলো কবি সাইফুল ভুঁইয়ার তৃতীয় কাব্যগ্রন্থ ‘বধির নগরে অবরুদ্ধ অর্কেস্ট্রা’। বইটির মূল্য রাখা হয়েছে ১৫০টাকা। ‘বধির নগরে অবরুদ্ধ অর্কেস্ট্রা’ বইটির অন্তর্ভুক্ত কবিতার থিম নিয়ে কবি ওবায়েদ আকাশ ফ্ল্যাপে লেখেন : ‘সাইফুল ভুঁইয়ার কবিতা মৃত্যুচেতনা তাড়িত এক নাগরিক কবির কবিতা। তাঁর কবিতার রন্ধ্রে যে সূক্ষ্মতর কাব্যবোধ অতন্দ্র প্রহরী হয়ে জেগে আছে; তা হলো দৃশ্যমান বাস্তবতায় তাঁর প্রেম জরা খুনসুটি—সব কিছুই নগর নিষ্পেষণে দলিত মথিত।’

কবিতার নির্মিতি নিয়ে ওবায়েদ আকাশ লেখেন : ‘তাঁর (সাইফুল ভূঁইয়ার) কবিতার বিন্যাস নিটোল ও টানটান উচ্চারণে ধ্বনিময়। কবিমাত্র যে মানবমনের চিরপ্রাকারিক দ্বন্দ্ব বিক্ষুব্ধতা ও ক্লেশ সংঘাত আনন্দে উৎকণ্ঠিত-উদ্বেলিত, সে বৈশিষ্ট্য সাইফুল ভুঁইয়াকেও স্পর্শ করেছে। কিন্তু তিনি তাঁর উচ্চারণের স্বাতন্ত্র্য আর ভাবনা নির্মাণে কোথায় যেন নিজেকে আলাদা করে দাঁড় করাতে সফল হয়েছেন।’

উল্লেখ্য, কবির শৈশব-কৈশোর কেটেছে কিশোরগঞ্জের হাওর, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস-মেঘনা আর নোয়াখালী-চট্টগ্রামের নোনা হাওয়ার স্পর্শে। জীবনের সেই জল-হাওয়ার রসদ নিয়ে লেখা প্রথম কাব্য ‘শ্মশানে নদীর চিতা’ প্রকাশিত হয় এবং শৃঙ্খলিত নগর জীবনের বেদনা নিয়ে লিখছেন দ্বিতীয় কাব্য ‘চন্দ্রচূর্ণ’। এই বইটি প্রকাশ করেছে মূর্ধন্য প্রকাশনী।