শিল্পী নভেরাকে নিয়ে সাখাওয়াত টিপুর বই

Looks like you've blocked notifications!

বাংলাদেশের কিংবদন্তি ভাস্কর ও শিল্পী নভেরা আহমেদ। জন্ম আনুমানিক ১৯৩০ সাল। মৃত্যু ২০১৫ সাল। উপমহাদেশের প্রথম প্রজন্মের এই কিংবদন্তি ভাস্করের ওপর একটি নতুন বই প্রকাশিত হয়েছে। কবি ও প্রাবন্ধিক সাখাওয়াত টিপুর লেখা বইটি প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী।

বইতে রয়েছে শিল্প কীভাবে একজন শিল্পীর আত্মপরিচয় নির্মাণ করেন, তার সুলুক সন্ধান। দ্বিয়ীয়ত, নভেরার জীবনের সঙ্গে তার সহজাত শিল্পের তুলনামূলক সমালোচনা বইয়ে আছে। শিল্পের তাত্ত্বিক পাটাতনে নান্দনিক রূপ খুঁজেছেন লেখক সাখাওয়াত টিপু। তৃতীয়ত, শহীদ মিনারের প্রণয়নে ভূমিকা কী ছিল, আছে তার বয়ান। খণ্ডিত ইতিহাস নিয়েও প্রশ্ন তুলেছেন লেখক।

বইটিতে সংযোজিত হয়েছে সমকালীন আটজন শিল্পীর আঁকা নভেরার পোর্ট্রেট।

নভেরার ম্যুরাল অবলম্বনে বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী এস এম সাইফুল ইসলাম। বইয়ের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা।